নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি জগন্নাথপুরের একটি অনলাইন পোর্টালে সৈয়দ মারুফ আহমেদ খোকনকে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী উল্লেখ করা হয়। এই পোষ্টটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ও প্রচার হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য শাখার খেলাফত নেতা হাফিজ সৈয়দ মুশতাক আহমেদ। আগামী সংসদ নির্বাচনে সৈয়দ মুশতাক আহমেদ সুনামগঞ্জ- ৩ আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে একক প্রার্থী । ইতোমধ্যে জগন্নাথপুর পৌরপয়েন্টে শেখ মুশতাক আহমেদের পক্ষে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন। এমনকি তারা এই আসনে হাফিজ মুশতাক আহমেদকে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালান। শেখ মুশতাক আহমেদের বিলবোর্ড জগন্নাথপুরের প্রত্যন্ত স্থান দৃশ্যমান। অপরদিকে, সৈয়দ মারুফ আহমদ খোকন এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী একটি মনগড়া সংবাদ পরিবেশন। যারা এহেন প্রচারে লিপ্ত, এই কুচক্রি মহলের কর্মকান্ডে আমরা বিস্মিত! আমরা জগন্নাথপুর উপজেলা, পৌরসহ সুনামগঞ্জ- ৩ আসনের খেলাফত মজলিস নেতৃবৃন্দ উক্ত প্রকাশিত সংবাদে তীব্র প্রতিবাদ জানাই।