
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলায় হতাশার মাঝেও নতুন আশার আলো দেখতে শুরু করেছেন কৃষকরা। সাম্প্রতিক বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে ধানের গাছ মাটিতে নুয়ে পড়লেও কৃষকরা থেমে নেই। থোকা বাঁধা পদ্ধতি অবলম্বন করে তারা নুয়ে পড়া ধানের গাছগুলোকে পুনরায় দাঁড় করিয়ে ফলনের আশায় কাজ করে যাচ্ছেন দিনরাত।
ডিমলা উপজেলার দঃ তিতপাড়া গ্রামের কৃষক মোঃ মকবুল ইসলাম বলেন,
আমি জন্মের পর থেকেই এই পদ্ধতিতে কাজ করে আসছি। মাটিতে নুয়ে পড়া ধান বাঁচানোর এটি পুরনো উপায়। ধারাবাহিকভাবে এই পদ্ধতিটি ব্যবহার করছি—আশা করি কিছুটা হলেও ফলন পাওয়া যাবে।
একই এলাকার ঝেল্লাপাড়া গ্রামের কৃষক নিবার রায় বলেন,
এই পদ্ধতিই এখন আমাদের শেষ আশা-ভরসা। প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও আমরা হাল ছাড়িনি।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তারা মীর হাসান আল বন্না জানান, থোকা বাঁধা পদ্ধতি মূলত মাটিতে লুটিয়ে পড়া ধানের শিষগুলোকে পুনরায় ওপরে তুলতে সহায়তা করে, ফলে কিছুটা হলেও দানা পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হয়। এভাবে কৃষকেরা ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনতে পারেন। এ বিষয়ে আমারা কৃষক দের সচেতন মুলক প্রচার প্রচানা করে আসতেছি।
কৃষকদের আশা—প্রকৃতি সহায় হলে এই পরিশ্রম বিফলে যাবে না। হতাশার মধ্যেও তারা বিশ্বাস রাখছেন, মাটির বুকেই কিছু হলেও আবার ফলনের স্বপ্ন জাগবে।