
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তার বাজার এবং দক্ষিণ খড়িবাড়ী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান।
অভিযান চলাকালে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদ রাখার অপরাধে এক পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নদী তীরবর্তী বিভিন্ন সাইট থেকে আনুমানিক ১২ হাজার সিএফটি পাথর যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে গ্রাম পুলিশ, ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।