
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) উপজেলার ২২৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক তালিকায় বাদ হয়েও তরুণ নেতা সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানকে হাজার হাজার ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা সদরে রিভার ভিউতে পথ সভা অনুষ্টিত হয়। কয়েক হাজার জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। দলীয় প্রতীক ধানের শীষ না পেয়েও প্রত্যাশা ব্যক্ত করে তরুন নেতা মাহবুবুর রহমান বলেন, “সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি। ধানের শীষকে বিজয়ী করতে হবে।
”তিনি বলেন, ”তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছি জানিয়ে তিনি বলেন,“ইতোমধ্যে প্রতিটি উপজেলায় বিশাল জনসভা করেছি এবং ৩১’দফা বাস্তবায়নের খুব শিগগিরই প্রতিটা উপজেলা সমাবেশ করবো। গ্রামপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি, ঘরে ঘরে গিয়ে বিএনপির অবস্থান ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। আজ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ভোট দিতে চায়,পরিবর্তন চায়। আমি রাজনীতি থাকা অবস্থায়ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগণকে ভালবাসি। নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে আপনাদের সঙ্গেই আমার এগিয়ে যাওয়া। পথ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন