শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ ও সংসদীয় ৭৭ আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা প্রতীকে নির্বাচনে লড়বেন মো: আব্দুল খালেক

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পুরানা পল্টনের বিজয়নগয় এলাকার আল-রাজী কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আব্দুল খালেকের পক্ষে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন এবং জমা প্রদান করেন গণঅধিকারসহ অঙ্গ সংগঠনের কুষ্টিয়া জেলার নেতাকর্মী ও আব্দুল খালেকের সমর্থকেরা।

মনোনয়ন ফরম জমা প্রদানের পর ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি ভিপি নূরুল হক নুর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া সদর -৩ আসনে মোঃ আব্দুল খালেক কে দলীয়ভাবে ঘোষনা করেন।

মোঃ আব্দুল খালেক কুষ্টিয়ার একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মেসার্স রিভারভিউ ট্রেডার্স, মেসার্স রিভারভিউ ডোর এন্ড ফার্নিচার, এমআরটি ডোর এন্ড ফার্নিচার, এমআরটি ব্রিকস, রিভারভিউ ইলেকট্রনিক্স, রিভার ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক, আলো মিডিয়া গ্রুপ এর উপদেষ্টা মন্ডলী, এবং ন্যাশনাল রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

শুধু তাই নয় আব্দুল খালেক অসহায় দরিদ্র মানুষের বিপদের দিনের সঙ্গী বলেও এলাকায় ব্যাপক পরিচিত রয়েছে। তার কারণ তিনি দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতায় সব সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন।

এবারের নির্বাচনে কুষ্টিয়া সদর -৩ আসনের অন্যান্য প্রার্থী যাদের বিপরীতে আব্দুল খালেক ট্রাক মার্কা প্রতিক নিয়ে লড়বেন তারা হলেন = বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে মুফতী আমীর হামজা দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী হাতপাখা প্রতীক।

উল্লেখ্য: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪২টি ভোট কেন্দ্রের ৮৮৭ টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102