শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

একটি কালো শক্তি ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে উঠে পরে লেগেছে তা কোন দিন সফল হবে না- খাইরুল কবির খোকন

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬ Time View

 

সানজিদা রুমা নরসিংদী:

৭ই নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী বিএনপি সহ উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রাটি নরসিংদী রেলষ্টশনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খাইরুল কবির খোকন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এ্যাড. আব্দুল বাছেদ ভ‚ইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: শাজাহান মল্লিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপি প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স,জেলা তাঁতীদল সভাপতি হুমায়ন কবির কামাল ও সেক্রেটারী আলাউদ্দিন প্রধান,জেলা মহিলাদল সভাপতি এড. উম্মে ছালমা মায়া ও সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা। প্রধান অতিথি খাইরুল কবির খোকন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেয় এবং জাতিকে নতুন রাজনৈতিক পরিচয়ে অভিষিক্ত করে। ১৫ আগস্টের পর ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে যখন দেশ চরম নৈরাজ্যের মুখে, তখন ৭ নভেম্বরের সিপাহি জনতার ঐক্যের বিপ্লব দেশকে অনিশ্চয়তা থেকে মুক্তি দেয়। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।বিএনপি ও সমমনা দলের কর্মসূচি বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্ব তুলেন ধরেন । একটি কালো শক্তি ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে উঠে পরে লেগেছে তা কোন দিন সফল হবে না জাতীয়তাবাদী শক্তি। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিজয় করানোর জন্য সকল নেতা কর্মীরা মাঠে নেমে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102