কলমেঃ সাহেলা সার্মিন
আমি দেখেছি--
সেই '৭৬ এর মন্বন্তর থেকে
যখন আমার জন্ম হলো,
ড্যাব ড্যাব করে চেয়ে দেখেছি প্রকৃতিকে।
তখনো আকাশ ছিলো নীল, ছিলো দক্ষিণে হাওয়া
রাত ভরা জ্যোৎস্না ছিলো, ছিলো ভালোবাসা।
তারপর ধীরে ধীরে একটু একটু করে বড় হলাম
ভালোবাসার রঙ গেলো পাল্টে,ছড়িয়ে গেলো উত্তরে সমীরণ।
তখনো বসন্তের কুহুতানে মুখরিত হতো প্রকৃতি
চৈতালি ফসলে আনন্দে মাতোয়ারা কৃষাণীর দেহমন!
বাঙ্গি তরমুজ শশার ঝারে জল ঢালে
গুটি আমের ভর্তা মাখে ভালোবাসার পাঁচ আঙুলে,
ভালোবাসার নৈবেদ্যে ভোরেই স্নান চলে পুকুর ঘাটে।
এখনো রবি শশি আলো দেয় বসন্তের আম্রকাননে,
পিক পাপিয়ার কলরবে এখনো উতলা হয় প্রেমিক হৃদয়!
যৌবন থাকে লুকিয়ে বারোমাস
প্রৌঢ় ও বৃদ্ধের নিউরনে মিশে।
কলমে চলে ভলগার,আত্ম সুখ খুঁজে কাব্য কথনে।
এখনো কিশোরীর স্পর্শে প্রেম জাগে পৌঢ় বৃদ্ধের আস্তিনে,
যৌবনবতী ললনার কেশে অমাবস্যার সৌরভ
হন্তদন্ত হয়ে গায়ে স্প্রে মারে ষাটোর্ধ্ব যুবক।
প্রেম আজন্ম করে খেলা,
কেউ কেউ আবার করে হেলাফেলা!