
কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
আমার এই সবুজ দেশ
শ্যামল ছায়া ঘেরা।
সবুজের ঢেউ যায় খেলে,
সকল দেশের সেরা।
আমার প্রিয় সবুজ দেশ।
আমি করি বাস।
আমার দেশ স্বাধীন দেশ,
অনেক ইতিহাস..
লড়াই করে বাঁচি মোরা,
বুকে আছে বল।
ভাষার তরে নিজের জীবন,
দেই যে বিসর্জন।
দাবি দাওয়ায় অটুট মোরা,
মাথা করি না নত।
লড়াই করে বাঁচতে জানি,
বাঙালিরা আছি যত।
ত্রিশ লাখ তাজা প্রাণ
রক্ত ঢেলে দিল।
দুলাখ মা বোন এর
সম্ভ্রম কেড়ে নিলো।
বিনিময়ে পেলাম মোরা
স্বাধীন একটা দেশ।
আমার এই সবুজ দেশ,
আছি সুখে বেশ।