কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
দায়িত্বে অবহেলার মানুষ বিরল হলেও পরিলক্ষিত হয় এ সমাজ সংসারে। মানুষ মাত্রই নিজেকে
ছাড়া ভাবে না। ব্যতিক্রম বিদ্যমান সবখানেই।
কিছু মানুষ দায়িত্ব পালন করেন মন প্রাণ দিয়ে। যদি সব মানুষই নিজ নিজ কর্মস্থলে সঠিকভাবে
দায়িত্ব পালন করতেন তবে সমাজে অন্যায় অবিচার থাকতো না!
সমস্যা মুক্ত করার চেয়েও কিছু মানুষ নিজের সুবিধার্থে ব্যস্ত! নানান কলাকৌশল, সাধারণত
মানুষকে মূল্য দিতে হয়।
আমরা থেকে থেকে ভুলে গিয়ে নিজের কাছে নিজেই পালিয়ে বেড়ায়। চাওয়ার পরিধি অনেক বেশি, যা পেয়েছি তা ভুলে যায়।
না পাওয়ার বেদনা প্রায়ই কষ্ট দেয়! মনের কষ্টকে সাথী করে নিলেই বিপদ, আসলে বিধাতার দানে দিন ঠিকই অতিবাহিত হয়।
দেশ দায়িত্ব পালনের মানুষগুলো যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, তাহলে হারিয়ে যেতো না
শত শত বাংলা মায়ের সন্তান।