কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
এক গভীর মনস্তাত্ত্বিক ভালোবাসার অনুভূতি
দেখা হয়নাই কোনদিন তবু ভালোবাসি, এমন ই গতিবিধি!
দেখে প্রেম হলো, আগে শরীর ছুয়ে মন আর না ছোয়া
কেমন লোচন তার, কেমন অবয়ব, সুন্দর পূজার এক চিমনি ধোঁয়া!!
ভালোবাসা দেখা অদেখা দূরত্ব কিছু যায় আসেনা
একদিন যে আখির বান, উন্নত উর, চিবুক দেখে প্রণয়, চল্লিশোর্ধ্বে তা দেখে মন হাসে না!
মাস বছর যুগ কাউকে না দেখে যদি হৃদয় প্রণয় উর্মিমালায় হারায়
দূরত্বে মন ছুঁয়ে ভালোবেসে, যৌনতায় দেহ ছোঁয়, হয় অক্ষয়!
ভালোবাসার অতল সমুদ্রের তল না ছুয়ে যে শাপলা তোলে
জ্বলন্ত লাভায় না পোড়া ভালোবাসা ততই দ্রুত উভয় ভোলে!
স্বর্গীয়, অমর প্রেম যদি পেতে চাও অন্তর নিংড়ে কারো
সত্যি যদি অন্তর অলিন্দে দাও ঠাই, তাকে কষ্ট দিও না, নিজ বুকে কষ্ট পুষে মরো!
প্রণয়ন রসায়ন যদি এসিডদগ্ধ করে শ্মশান অবধি
ধর্ষিতা বিধবা কুলটা কৃষ্ণ শ্বেত শুভ্র বাছবিচার না করলে প্রেম জীবিত নিরবধি!
প্রণয় পাঠশালা চণ্ডী সুনীল বিদ্যাপতি বুদ্ধ শরৎ নজরুল রবি
পাত্রপাত্রী নয়, প্রণয়কে জানো, বলছি এক ক্ষুদ্র অকবি!