
কলমেঃ আদরিয়ান সাইফ
ভোরের পাখি ডাকছে মাগো
খোলো আঁখি দ্বার,
নামাজ বিনে ওই না হাশর
কেমনে করবে পার।
ওহে প্রভু দাও খুলে দাও
অন্ধ মনের তালা,
তোমার তরে মিঠাই প্রভু
আমার হিয়ার জ্বালা।
ওগো আল্লাহ ডাকছি তোমায়
করুণ কণ্ঠ সুরে,
অপূর্ণতা দূর করে আজ
দাও পূর্ণতা ভরে।
ছোট্ট শিশুর এই পরিহাত
কবুল করে নাও,
সততার আর পূর্ণতায়
আমায় ভরে দাও।