
কলমেঃ জোনাকি আফরিন জুঁই
ভোর বেলাতে উঠিয়া দেখি
কুয়াশায় ভেজা ঘাস,
খালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে
প্যাক প্যাক করছে হাঁস।
দূর হইতে দেখা যাইতেছে
হালকা কুয়াশায় ঢাঁকা,
জনমানব নেই যে কেউই
রাস্তা পুরোই ফাঁকা।
হাঁটতে গেলে পা ভিজে যায়
কুয়াশায় ভেজা ঘাসে,
চারিদিকে শীতের আগমন
ঠান্ডা মৃদু বাতাসে।
জমি জমা ভরে আছে সব
সোনালী পাকা ধানে,
চারপাশেতে ছড়িয়ে আছে
নতুন ধানের ঘ্রাণে।
গায়ে আসিয়া লাগিলো যখন
মিষ্টি রোদের আলো,
সেই রোদ খানা গায়ে পরিতেই
লাগিলো ভীষণ ভালো !”