মোহাম্মদ সহিদুল আলম
সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মাঝে তুষার বৃষ্টির আসা যাওয়া! মনে পড়ছে ছোটবেলার দিনগুলি।
বর্ষাকালে ডুমুর গাছে ডুমুরে পরিপূর্ণ, আর শুপারি গাছে শুপারি, গাছ ভিজে ভিজে পড়ছে পানি।
লতার মতো বেয়ে উঠেছে মাঁচায় ভরা পান গাছ। হাঁস মুরগির ছুটোছুটি অবিরাম।
পায়রাগুলো তাদের ছোট্ট ঘরে নিয়েছে আশ্রয়! হঠাৎ মেঘের গর্জন আর অন্ধকারাচ্ছন্ন, সবাই চুপচাপ!
বাসার পিছনে পেয়ারা গাছ দু'টিতে অজস্র পেয়ারা, মিষ্টি পাখিদের সকাল বিকেল শুধুই আনাগোনা।
বর্ষার পানিতে ডুবেছে পুকুর, ডোবা খাল-বিল! বাসার পিছনে বাগান হয়েছে পুকুর।
সারাটি দিন ছোট বড়ো সবাই ধরছে মাছ, হাতে হাতে ছিপ আর জাল।
গরুর গোহালে গরু চুপচাপ, দুটি আঁখি ভরা জল! মা আমার দিতেন কেনা ঘাস আর খর।
আজ সবই স্বপ্ন আর স্মৃতি ভরা ডাইরি! নেই বাবা-মা, আর হারিয়েছি দুটি ভাইকেও!
আজও অগণিত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের স্বপ্নের কবি বাড়ি!