
নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহ্সূফী ইঞ্জিঃ সৈয়দ আব্দুল হান্নান আল্ হাদী বলেছেন, জুলাই সনদের লক্ষ্য ছিল, জুলাই বিপ্লবে যারা বা যেসব দল কিংবা ব্যক্তি অংশগ্রহণ করেছে সে সব ছাত্র জনতাদের পুরস্কার, নিরাপত্তা প্রদান এবং ভবিষ্যৎ এ ফ্যাসিবাদীরা যেন কোনো শাস্তি না দেয়, তার প্রতিশ্রুতি দেয়া। যদি বিপ্লবীদের উৎসাহ না দেওয়া হয়, ভবিষ্যৎ এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীদের আমরা হারিয়ে ফেলবো।
গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে’র একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শাহ্সূফী ইঞ্জিঃ সৈয়দ আব্দুল হান্নান আল্ হাদী আরো বলেন, দেশের সংবিধানে ৯২ ভাগ মুসলমান। যাদের প্রাণের ধর্ম ইসলাম। আর এ আদর্শকে প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ হতে পরিত্যাগ, ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্মের ভিত্তি হিসেবে গ্রহণ এবং ১৯৭২ সালের সংবিধান বাতিল ও নতুন সংবিধান তৈরি করা জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা। কিন্তু সরকার ও ২৪ দল মিলে যে জুলাই সনদ গ্রহণ করেছে তার মধ্যে এসবের কোনো কিছুই নেই। ওটাতে মার্কিনীদের সাম্রাজ্য বিস্তারের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া হয়েছে। ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্ম হতে বাদ দিয়ে মুসলমানদেরকে ধর্ম ও নৈতিকতা হতে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কার্যে এলজিবিটিএক্সদের প্রধান্য, পরকীয়া ও ধর্মহীনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে।