
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়ন ও পাড়া মহল্লায় ধানের শীষে পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে বিএনপির সমর্থিত নারী ও পুরুষ ভোটারদের উদ্যোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ড বনগাবী গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়। আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক অনুষ্টিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুকন উদ্দিন। সাধারণ সম্পাদক বকুল মিয়া এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো। প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, যুগ্ন আহবায়ক আবু তাহের সোনা মিয়া, ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সামছুল হক, হামিদুল ইসলাম রতন, অহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মোখলেছুর রহমান, ছাদেক তালুকদার, হাফিজ উদ্দিন, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সহ সভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমদ, শোয়েব আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, মো: জুবায়ের হোসেন, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সাকিবুর রহমান, আজিজুল হক, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু, সভাপতি সামিউল হক সৌরভ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।