
মুহাম্মদ কাউছার আলম রবি
সূর্য আজ হাতের মুঠোয়,
লাল আলোয় ভিজে যায় চূড়োয়।
ইনানীর তীরে আমি দাঁড়াই,
ঢেউ বলে, “দিনটা শেষ ভাই!”
সোনালী রোদে সাগর হাসে,
বালির বুকে ছায়া ভাসে।
হাতে সূর্য, হৃদয় জ্বলে,
শেষ বিকেলের স্বপ্ন বলে।
আকাশ রাঙে লাল রঙে,
ঢেউ গায় গান গোধূলি ঢঙ্গে।
আমি শুধু থেমে দেখি,
সূর্য ডুবে–
আলো রেখে যাই নীড়ের দিকে।
উৎসর্গঃ
প্রিয় আয়িশা, আফিফ ও আদিল কে।