কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হে-নারী তোমায় নিয়ে নরের অদমিত কৌতুহলের নাই শেষ
কোথায় তোমার সৌন্দর্য, উর চিবুক অবয়ব নাকি ওষ্ঠ?
দেহ ই দেখে, অভূতপূর্ব মন ছুঁতে চায়না, সন্মান শ্রদ্ধা ভরে হৃদয় দেখে না!
মনের রসায়ন খোঁজে না জীবন্মৃত নর, নারীর চিত্ত প্রকৃতি ই শ্রেষ্ঠ!
অঙ্গনার অলি-গলি গিরিখাত পুরুষ মনশ্চক্ষু একমাত্র খোরাক
মুমূর্ষু মন নরের, অচিন্ত্য নারী আত্মা তার কাছে বিশ্লেষণীয় নয়!
দেখেনি কোনদিন কোন কুঁড়ে ঘরে, তিনদিন অনাহারী নারী শুঁকনো 'স্তন' পানরত শিশু
দুধ হীন শুধু চামড়ার ঝুলন্ত 'স্তন' চুষে খায় সন্তান , নরের সদা ষোড়শী উরোজ কল্পনায়!
মা'র চোখে অশ্রু গড়ায় 'কুচে', চোঁক চোঁক করে 'মাই' চুষে সন্তান
মায়ের অশ্রুর নোনতা সাধ বক্ষঃস্থল থেকে টেনে খায় অবোধ শিশু, দুধ ভেবে!
সব জীবনের উৎস নারী, তাকে ভালোবাসা দাও, যৌনতার দৃষ্টিতে নয় শুধু
দেখো আঙ্গনা র সৌন্দর্য বারবনিতা রক্ষিতার দৃষ্টিতে কেন, প্রণয়িনী মা দিদি সেবে!
নারীর দেহ, প্রদর্শনী নয়, এক মহাকাব্য, ভালোবাসার মহাসাগর
তার বুকের প্রণয় উঠে উর্মিমালার স্রোতস্বিনী ঢেউ!
ধর্ষক বা 'সহধর্মিণীর আয়ের স্বার্থপর অর্থ গোণা নর', বোঝেনা ভালোবাসার শাহনামা
মানুষ কে অতিমানবিক করে তুলতে পারে নারী, তাকে বোঝে নাতো কেউ!