
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ব্র্যাক ভবেরবাজার শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের লুদরপুরে ব্র্যাকের নতুন শাখা অফিস উদ্বোধন করা হয়।
ব্র্যাক ভবেরবাজার শাখা ব্যবস্থাপক নৃপেন্দ্র দাশের সভাপতিত্বে ও মোঃ মোস্তাফিজুর রহমান (RM সুনামগঞ্জ-২) এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মোঃ আতিকুল আলম (SPM), বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভারর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজী মোঃ জিতু মিয়া, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শেখ ফজর আলী, আজকের জনকথা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল কাহার, এসএম মফিজুর রহমান (BDU), মোঃ আলী হায়দার (BDU), মেহেদী হাসান (AM), মোঃ মোসাদ্দেক হোসেন(AM প্রগতি), মোঃ খাইরুল ইসলাম (UAM), পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু সালেহ প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী হাজী তাজুদ মিয়া চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। আলোচনা শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।