
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর, রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন।
সভায় জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগের চলমান সেবকার্যক্রমসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়াও হাসপাতালের উন্নয়নমূলক কার্যক্রম, সেবা প্রদানের মানোন্নয়ন, ওয়ার্ড ব্যবস্থাপনা, জনবল ও ওষুধ সরবরাহের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে “সায়েন্টিফিক সেমিনার” অনুষ্ঠিত হয়। সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মো. ইশতিয়াক খালেদ।
সেমিনারে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।