শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে চালু হলো অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে সেবা

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে আধুনিক চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন। প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের এই অত্যাধুনিক মেশিনটি সম্প্রতি সংযোজন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন এর আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে।

এই ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে রোগীরা এখন থেকে আরও দ্রুত, নির্ভুল ও উন্নত মানের এক্স-রে সেবা পাবেন। সরকারি খরচে বিভিন্ন এক্স-রে করা যাবে ডিজিটাল এই মেশিনে।

গত শনিবার থেকে পরীক্ষামূলকভাবে এক্স-রে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যেই পূর্ণাঙ্গভাবে সেবা চালু করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন জানান, “নিতান্ত গরীব রোগী, বিশেষ করে যক্ষ্মা শনাক্তকরণ বা যক্ষ্মা রোগীদের জন্য এক্স-রে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।”

এই নতুন সংযোজনের মাধ্যমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা অল্প সময়ে উন্নতমানের এক্স-রে রিপোর্ট পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102