কলমেঃ মো. আব্দুল আলিম
মাঠে মাঠে পাকা ধানে
চাষি ভায়ে কাটে,
রোদে পুড়ে জলে ভিজে
সারা দিনই খাটে।
মাথায় মাথাল হাতে কাঁস্তে
গামছায় বাঁধা রুটি,
গাঁয়ের ছেলে দল বেঁধে যায়
সন্ধ্যা হলে ছুটি।
নদীর ধারে খালে বিলে
পাকা পাকা ধানে,
হেমন্তরই উল্লাসে তাই
মুখর আনে প্রাণে।
সোনার ধানে চাষির প্রাণে
ভাপা পিঠার নেমন্ত,
ফিরে ফিরে আবার আসুক
পাকা ধানের হেমন্ত।