
কলমেঃ মুক্তাদীর মুন্না
হেমন্ত উৎসবে আজ পাগলের মেলা
চলছে সভা গাঁথছে সবাই কথার মালা,
কে শুনে কার কথা কানের যে বেহাল দশা।
পাগলগুলো সব মানুষ ভাল,
বিজ্ঞ অতি বুজে বেশি, যেন বাজপাখি,
সিদ্ধান্তের বেলায় তাই হোক তাই হোক রব শুনি।
এমন পাগল স্বপ্ন পাগল, ক্ষমতা কালো শিকল বদ্ধ,
এক পাগলের বেহাল দশা শুধুই শুনি ত্রাসের বাণী ঐ পাড়ে,
আরেক পাগল গাধার পিঠে মূলার গন্ধে পথ চলে চোখ বেঁধে।
ছোট্ট ছোট্ট কিশোর-কিশোরী হ্যমেলিয়নের বাঁশিওয়ালার পিছু পিছু যায় হেঁটে পাগল ভেবে,
বাঁশের বাঁশির সুরের টানে নিবে তাদের নদীর কূলে।
পাগল মাঝি মানুষ ভরা নৌকা দোলায় মাঝ নদীতে,
পারে দাঁড়িয়ে আর এক পাগল বলছে,
এক লাফে দেব পারি এই নদী।
আমি ভাই কোথায় যাই, কি খাই এই নিয়ে ভাবছি।
পাগল মেলায় আমি কেন সভাসদ বলবে?
আমিও কি তবে যাব পালিয়ে এই সভা ছেড়ে, ভাবছি।