
সোহেল রানা, জেলা প্রতিনিধি খুলনা:
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুটিমারী গ্রামে অসামাজিক কাজের প্রতিবাদ করায় রবিন সরকার (৪৯) নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর ২০২৫, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময়।ভুক্তভোগী রবিন সরকার জানান, স্থানীয় অনাথ ঢালী তার দুই মেয়েকে দিয়ে অসামাজিক কাজে লিপ্ত করায় তিনি প্রতিবাদ করেন। এতে অনাথ ঢালীর পরিবারের সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অনাথ ঢালী, তার ছেলে ও মেয়েরা একত্রিত হয়ে রবিন সরকারের ওপর হামলা চালায়। তারা লাঠি, রড ও লাটি দিয়ে পিটিয়ে আহত করে।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অনাথ ঢালী ও তার পরিবার সমঝোতায় রাজি হয়নি।অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা কাউকে মারিনি, বরং ওরাই আমাদের ওপর হামলা করেছে।বর্তমানে আহত রবিন সরকার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।রবিন সরকার ও তার পরিবার বলেন, আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।