শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: জারিকারক হাসফিয়া আক্তার সাময়িক বরখাস্ত

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসের জারিকারক মোছা. হাসফিয়া আক্তার বানু চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে সোমবার (১২ নভেম্বর) এই সিদ্ধান্ত জারি করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব (এসএ) শাখা থেকে প্রকাশিত আদেশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসের জারিকারক হাসফিয়া আক্তার বানু চৌধুরীর ঘুষ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয় এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(ঘ) ধারায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়—
১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
২. সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক মূল বেতনের অর্ধেক হারে ভাতা পাবেন।
৩. বরখাস্তের আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

প্রশাসনের সূত্রে জানা গেছে, ঘুষ লেনদেনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক নিজে তদন্তের নির্দেশ দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “সরকারি সেবার ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই। ভিডিওতে ঘুষ লেনদেনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে, দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে— কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জনগণের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102