
মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী
জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারি আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন ও সমমনা আটটি দলের যৌথ সমাবেশে তিনি এ দাবি পুনর্ব্যক্ত করেন।
গত ১১ই নভেম্বর রোজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে শফিকুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের স্বীকৃতি মিলতেই হবে। জুলাইকে যারা অস্বীকার করে, ছাব্বিশের নির্বাচন তাদের জন্য নয়। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের কোনো পথ খোলা থাকতে পারে না।”
তিনি জানান, দেশের মুক্তিকামী মানুষের প্রত্যাশা নির্বাচনের আগে গণভোট। সংখ্যাগরিষ্ঠ দলের সম্মতিতে জুলাই সনদ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠেই কথা বলে। তাই গণভোট আগে হওয়াই যুক্তির দাবি।”
সরকার জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে শুনতে ব্যর্থ হলে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও সতর্ক করেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, দেশের মানুষ কোনো স্বৈরতান্ত্রিক চাপের কাছে নতি স্বীকার করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশের পর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং খুব দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শফিকুর রহমান। সেই কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে তিনি আহ্বান জানান।