
ইচ্ছে থাকলেও কখনও আমি
পাবোনা তোমাকে হায়,
তাই তো এ মন পথ চাহিয়া
বিরহের গান গায়।
বামন হইয়া চাঁদের পানে
বাড়াইতে গেছি হাত,
সেই চাঁদ,টির নাগাল পাইতে
দিন করিয়াছি রাত।
নিজের করিয়া পাইতে তোমায়
কতোই না কি করেছিলাম,
কেনই,বা এমন কপাল নিয়া
গরিব ঘরে জন্ম নিলাম।
টাকার কারণে এখন তুমি
বাসোনা আমায় ভালো,
আলাের দিশা পাইনা খুঁজে
চারিদিকেই অন্ধ কালো।
তোমার প্রেমের অর্থের জন্য
ব্যর্থ হয়েছি কত,
আজও মুছে যায়নি ওগো
তিগ্ন মনের ক্ষত।