
স্টাফ রিপোর্টার, নীলফামারী
১২ নভেম্বর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট দিয়েছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী।
তিনি তার পোস্টে উল্লেখ করেন
আপনাকে উস্কানি দিয়ে অনেকে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে। বিপদে পড়লে তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। নিষিদ্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে থাকুন, নিরাপদ ও ভালো থাকুন।
ওসি ফজলে এলাহী আরও জানান, ডিমলা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ প্রশাসন এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।