
মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার ঝর্ণার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।
বেনজির (২৪) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর সাতঘড়িপাড়ার আব্দুল মালেকের ছেলে। দীর্ঘদিন ধরে সে ভিসা প্রতারকদের প্রধান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিল। গত বছরও ভিসা সংক্রান্ত একটি ঘটনায় প্রতারক চক্র নিয়ে হামলা চালানো হয়েছিল।
মামলার সূত্রে জানা যায়, বেনজিরসহ প্রতারক চক্র ফেসবুকে কানাডা যাওয়ার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত। কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলামও এই ফাঁদে পড়ে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারকরা। বিমানবন্দরে গিয়ে জাহেদুল বুঝতে পারে ভিসা ভুয়া এবং মোবাইলেও প্রতারকদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জাহেদুল সম্প্রতি কিশোরগঞ্জ থানায় গ্রেফতারকৃত বেনজিরসহ ছয়জনকে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বেনজিরকে গ্রেফতার করে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা কারাগারে পাঠায়।
ওসি আশরাফুল ইসলাম জানান, বেনজিরকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।