
মোঃ মোস্তাকিম বিল্লাহ, জেলা প্রতিনিধি নীলফামারী
নীলফামারীর ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডোমার পৌরসভা দল ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,
“মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
জানা গেছে, ডোমার ও ডিমলা উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দুটি নিয়ে পরবর্তীতে আরও একটি বিশেষ ম্যাচের আয়োজন করা হবে।