
লেখক: শহীদ বদরুদ্দোজা তৌহিদ
এক দিন সব ঠিক হয়ে যাবে — এই কথা ভাবতে ভাবতে অনেক গুলো দিন পেরিয়ে গেল, আরো অনেক কিছু হারিয়ে গেল।
মাস গেল, বছর গেল, যুগসন্ধিক্ষণ এসে গেল, তবু ঐ “ঠিক” টা আর না হল।
সতেজ সজীব প্রকৃতি একদিন রং বদলায় শাশ্বত নিয়মে, ছন্দ হারিয়েও ফিরে পায় নতুন শব্দচয়নে,
ঠিকটা আর কবে হবে কোন ঋতু আগমনে, শুধু কি দলবদ্ধ বিরাম্বনার বিরামহীন আলিঙ্গনে।
তবুও চেষ্টা আর দিবাস্বপ্নের অনন্ত এই ছুটে চলায় প্রাপ্তিটা অবরুদ্ধই,
নষ্ট এ সমাজে আমি যোদ্ধা নই, তবু বিরুপ পরিবেশে করে যেতে হয় যুদ্ধই।
বিপ্লবী আমি নই; তবু শুন্যতার অন্তরালে অনিবার্য অনিয়মের যাতাকলে করে যেতে হয় সংগ্রাম
তবু কিছু ঠিক হয় না; পরাজয়ের গ্লানী, শত হতাশায় মাঝে হয় শুধু বদনাম।
ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, নতুন আশার প্রদীপ জ্বালাই প্রতিক্ষণ,
জীবনের সব উত্তর সময় বলে দেয় না; কিছু প্রশ্ন থেকে যায় অনিশ্চয়তার ধূসর প্রান্তে — তাই কাঁদে মন।
তবু এই অনন্ত পথচলায়, আশাই তো একমাত্র সঙ্গী হয়ে পাশে থাকে।
হয়তো একদিন সত্যিই সব ঠিক হয়ে যাবে — হয়তো সেই দিন আর আমি থাকব না এই ধারীত্রির মাঝে।
কিন্তু আমার চেষ্টার ধুলোয় লেখা থাকবে — “সে হাল ছাড়েনি, সে অপেক্ষা করেছিল সব খানে, লোভী স্বার্থপর বিবেকহীন পাষানের বুকে মাথা ঠুকে আমি আছি প্রতি ক্ষণে।”