
কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
আমরা যেই ধর্মেরই হই না কেন? আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ! সুতরাং আমাদের উচিত মানুষের মতো মানুষ হওয়া। দুনিয়াতে কেহই রয় না অনন্তকাল! এটাই হলো চিরন্তন সত্য!
অশালীন পোশাক, অসদাচরণ, মানুষের ক্ষতি, অসততা, অপরাধমূলক জঘন্য কর্মকাণ্ড করার কথা কোন ধর্মে বলেনি। তবুও অমানুষরা করে থাকে, আর এসব কাজ হলো শয়তানের সৃষ্টি!
বিধাতা মানুষকে সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। এই দুনিয়া হচ্ছে এক পরীক্ষার ময়দান! অতঃপর, আমরা সকলেই হলাম পরীক্ষার্থী। কর্মের কিছু ফলাফল দেখতে পায় এই দুনিয়ায়, না দেখা সব ফলাফল থেকে যায় পরকালে।
বিধাতা বুঝিয়ে দেন নানান ভাবে! পরীক্ষা করেন, সুপথ দেখে চলতে বলেন, আমরাই নিজের ভুলে ভুল পথে গিয়ে কষ্ট- অসম্মান- মানুষিক দুশ্চিন্তা যন্ত্রণা ক্রয় করি। বরং খরিদ করতে পারিনা স্থায়ী সুখ!
ক্ষুধার জ্বালা আর কষ্ট নেই, এমন মানুষ নেই এই ভুবনে! ক্ষুধার জ্বালা হয় বলেই মানুষ, পশু-পাখি সবাই অনুভব করে বিধাতাকে। আর বিধাতাকে ভালোবেসে পথচললেই, সাময়িক কষ্ট হলেও পথচলা বড়ই আনন্দময়। কারণ বিধাতা আমাদের সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।