
কলমেঃ চন্দনা রানী
একদিন আমি মায়ের পাশে
চুপটি করে বসে,
গলা জড়িয়ে বললাম আমি—
থাকব না এই বেশে।
হঠাৎ যদি মাগো আমি
অচেনা রাজ্যে যাই,
নিরুদ্দেশ হওয়ার আগে মাগো,
ক্ষমা ভিক্ষা চাই।
তখনই মা রেগে বললেন,
“বলিস কী রে বাজে!
তোমার মতো মেয়ের মুখে
এই কথা কি সাজে?”
বললাম একটু হেসে যদি
নাই বা থাকি দেশে—
কেমন করে থাকব বলো
তোমায় ভালোবেসে?
মন তো চায় না কভু যেতে
তোমাদের একা করে,
কী করে বল, থাকব মাগো
ঐনা মাটির ঘরে!
“এমন করে বলিস নে মা,
তুই যে লক্ষ্মী মেয়ে,
সকল দুঃখ ভুলে যাই আমি
তোকে চেয়ে চেয়ে।”
অশ্রুসিক্ত চোখে আমি
মায়ের পা দু’টি ধরে,
“আবার যদি আসি মাগো,
জন্মি তোমার ঘরে।
ঘণ্টা যদি যায় বেজে মা,
হোক না দিন কিংবা রাত,
আমার মাথায় হাত রেখে মা,
করিও আশীর্বাদ।