শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে:
“জীবনব্যাপী ডায়বেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়বেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি সুনামগঞ্জের এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য প্রতিনিধি ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় তাহিরপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটি জামালগড় গ্রামে একটি ডায়বেটিস ও অসংক্রামক রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ ক্যাম্পটি পরিদর্শন করেন এবং রোগ নির্ণয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ এ সময় বলেন, প্রাথমিক পর্যায়ে ডায়বেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ নির্ণয়ের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন সচেতনতামূলক ক্যাম্প মানুষকে স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে।