
সানজিদা রুমা, নরসিংদী:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউনে’ সাড়া না দিতে যানবাহনের মালিকদের প্রতি আহবান জানিয়েছেন নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডসহ নরসিংদী অংশের বিভিন্ন স্থানে সমিতির নেতৃবৃন্দ দিনব্যাপী অবস্থান করেন।
এসময় পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার ঢাকা লকডাউন কর্মসূচিতে কেউ যেন অংশগ্রহণ না করেন। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট পলাতক সরকার আমাদের দেশের পরিবহনসহ সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। নরসিংদীর পরিবহন মালিক শ্রমিকরা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করে সে জন্য তিনি সকলকে হুশিয়ার করে দেন।
তিনি আরো বলেন, “শেখ হাসিনা বলেছিলেন- ‘যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তবে এখন যারা আগুন দিচ্ছে তাদের কি করা উচিৎ’। এখন তো তিনি নিজেই নেই। পালানোর আগে নিজের আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, কিন্তু তিনিই পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হাসিনার শাসনামলে অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালিয়েছে।
এসময় তার সাথে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, প্রচার সম্পাদ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী বাচ্চু মিয়া, লোকমান হোসেন, ওসমান মিয়া, শরিফ মিয়া প্রমুখ।