
সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের লালগাঁও এলাকায় প্রবেশের পর তারা ধরা পড়ে।
বুধবার (১২ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বর্ডার হাট এলাকায় আয়োজন করা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের পর বিজিবি আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় সোপর্দ করে। আটক তিনজন হলেন—ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহিদুল ইসলাম জুনায়েদ।
ঘটনা নিয়ে লাউড়েরগড় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তিনজনই ভারতের আজমিরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করেছিলেন।