
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
গুপ্ত বুকটা উদাম করে , নগ্ন হলাম তোমার কাছে
নিজের বোতাম নিজে খুলে এগিয়ে যেচে !
সতেরো বছর তোমায় ছাড়া সংসার খানা কেমন আছে
তোমার কোলে মাথা রেখে সাগরের জল দিলাম সেঁচে!
হুট করে বুকের বোতাম সবখুলে, নগ্ন হলাম
বক্ষঃস্থলে পোড়া যত পঁচা ক্ষত, সব দেখালাম!
ক্ষতবিক্ষত হৃদয় খানি, কেন জানি , আঙুল দিয়ে চিনিয়ে দিলাম
জমা যত দূঃখ কষ্ট, ঢেলে দিয়ে নিঃশ্বাস নিলাম!
দম ফাটা ক্লান্তি গুলো, তোমায় বলে হাল্কা হলাম!
তোমার মত এমন কাউকে সতেরো বছর খুঁজতে ছিলাম!
জেলখানার ঐ নরকে পঁচে মৃত্যুর দিন গুনতে ছিলাম
তাইতো বাচার জোর তাগিদে, গোপন ঝাঁপি খুলে দিলাম!
দাপ্তরিক এই সংসার পাততে গার্জিয়ানদের নেশা ছিলো
তোমায় থেকে দূরে তাড়িয়ে, ভাবলো বিপদ বিদায় হলো!
শিকায় তুলে মাস্টার্স ফাইনাল বিয়ের পিড়ি পেতে দিলো
বেকার থেকে বংশ মর্যাদা, তাদের কাছে বড় ছিলো!
তিন বছরে তিন সন্তান পতি মিয়া কোলে দিলো
তোমায় ছেড়ে নরক বাসে ভাবছো কেমনে মত দিলো ?
আজ-ও আমি নেশার ঘোরে প্রথম দেখায় সব বললাম
ইচ্ছে হলে বদনাম ছড়াও, নগ্নভাবে প্রতিশোধ লও, নিরুদ্দেশে আমি চল্লাম!