শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

কবিতাঃ নরকের পথে গমন!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

অগণন ধর্ষক হায়েনা ঘোরে এই মর্ত্যে নামের অরণ্য গহনে
রাজনীতি সমাজ নীতির স্বার্থ মুখোশ পরা বিশ্ব বনে!
তাড়ায় মানুষ দস্যুর মত তরওয়াল খান উঁচু করে
হিংস্র লোল জিহ্বা মেলে, রসনা তার বেয়ে বেয়ে লালা ঝরে!

পায় আনন্দ নিধন করে, উৎসব গানে, সভ্যতা সে পায়ে মেড়ে
বানাতে চায় বিশ্ব টা বিজন অরণ্য, মানবতা মনুষ্যত্ব শুনলে সে আসে তেড়ে!
দন্ত নখর এতই ধার, মানবজীবন করে ছারখার, দেশ থেকে দেশান্তরে
হে আমার অস্তিত্ব তোমাকে রক্ষা করতে বাসনা অবিরত ম-ম অন্তরে!

অনন্ত অন্ধকারে পুঞ্জীভূত গাঢ় মেঘে ঢেকে যাচ্ছি আমি, আমারা, আমার দেশ!
নির্দয় নগ্নতার চাবুক উদ্যাত বৈদেহী চীৎকারে করতে চায় সব শেষ!
স্বর্ণাভ অশ্লীল শৃঙ্গারে দেশ আজ বিধ্বস্ত, মিথ্যা প্রপাগাণ্ডা সবার মুখে
নির্দয় নিষ্ঠুর লুটেরা সভ্যতার শঙ্কিত চুড়ায় চড়ে আছে মহা সুখে!

কালো নীল জলে ভৌতিক কৃষ্ণ হাতে বুনো সন্ধ্যার শিকার ধরে
ঝাউ বনে যখন দেব দারু জঙ্গলের হিংস্র জন্তু পরিপাটি পাতাগুলো তছনছ করে,
শেষ হয় উন্নত বিজ্ঞান যুগের মানুষ গুলো ধীরে ধীরে
দেশ টাও নগ্নপদে অসুরের দল এসে সদম্ভে ঘিরে ধরে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102