শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

কবিতাঃ মাতৃভূমি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯ Time View

 

লেখক: মোঃ নুর ইসলাম মৃধা

মোর
মাতৃভূমি —
মনের মণিকোঠায়
মহা মমতায় মোড়া
মহাসুখের মন্ত্র।

মাটির মাদকতা
মনের মাঝারে
মহারসে মিশে,
মোদের মরু-মনেও
মেঘ হয়ে মমতা বরষে।

মঙ্গল-মুখর
মধুময় মুহূর্তে—
মিলনমেলা মহিমান্বিত
মুক্তি-মর্যাদা মেলে,
মা-মাটির মমতায়
মোর মানস মধুমাখা।

মরন-মানসেও
মাতৃমাটির মায়া—
মরুভূমিতে মেঘ
মুহুর্মুহু মুগ্ধতা—
মৃত্যুও মনে হয়
মধুর মহোৎসব।

মোরা
মাতৃভূমির মেয়ে-মানুষ
মাতৃগর্ভের মল্লিকা
মর্যাদার মুকুট মাথায় নিয়ে
মিছিল-মিছিলে
মুক্তির মন্ত্র মন্ত্রণা করি।

মাটির মা—
মম মাধুরীময় মূর্তি,
মায়ের মতো স্মৃতিস্তম্ভ
মানুষের মনে
মহাকালের মহলের
মহীয়ান মহিমা।

মোদের মনোবাসনা—
মাতৃমায়ার মাঝে
মহা মঙ্গল মিশে
মজে থাকা
মর্যাদাময় মননে।

মাতৃভূমি মম
মহব্বতের মহারণ্যে
মোহন মনোহর—
মরণমুখেও মমকথা
মন্ত্রের মতো
মুখে মুখে মিশে থাকে।

 

 

কবি পরিচিতিঃ

মোঃ নুর ইসলাম মৃধা — একজন চিন্তাশীল তরুণ লেখক। জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীমাতৃক জনপদে। শিক্ষা জীবনে মানবিক ও আইন বিদ্যার ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। লেখার মাধ্যমে মানুষের হৃদয়ে দেশপ্রেম, নৈতিকতা, মানবিকতা ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াই কবির মূল লক্ষ্য। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, সমাজের আবেগ ও মাতৃভূমির প্রতি অনন্ত টান— তাঁর লেখায় নিয়মিত ফুটে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102