
কলমে: জোনাকি আফরিন জুঁই
মিনু উঠ সকাল হয়েছে
যাবি না আজ স্কুলে,
আজ যাবনা কাল যাব মা
পড়া গিয়েছি ভুলে।
ঘুমের ঘোরেই ভুলে গেলি পড়া
এ কি ধরনের কথা,
আর ডেকো না একটু ঘুমোই
মাথায় অনেক ব্যাথা।
নিত্য দিনই এক বাহানা
জলদি স্কুলে যা,
একটু দাড়াও ফ্রেশ হয়ে নিই
ফের যাচ্ছি মা।
মিনু তখন তাড়াহুড়ো করে
স্কুলে চলে গেলো,
মিথ্যে বলে ক্লাস রুম থেকে
বাহিরে চলে এলো,
স্যার দেখিয়া বলিল মিনুকে
স্কুল কেন দিস ফাঁকি,
পরীক্ষার আর বেশি দেরি নেই
মাত্র,একটি মাস বাকি !”