
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা এম মাদারিস আলী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এম এ রহিম।
সভাপতিত্ব করেন ১২ নং সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল জব্বার।
সঞ্চালনায় ছিলেন ১২ নং সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।