
আল আমিন হাসান রাব্বি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সম্মানিত জীবন সদস্য জনাব মোজাম্মেল হোসেনের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এবং সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় আরএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে টিএম হিফজুল কুরআন একাডেমির ছাত্র মাহফুজুল হক জামি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান।
বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক শামিম আহমেদ, ব্যবসায়ী শাহজাহান মিয়া।
আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য মাছুম মিয়া, সহসভাপতি সুলেমান মিয়া, সহসভাপতি কুহিনুর রহমান, সাবেক সভাপতি জামাল, মিডিয়া ব্যক্তিত্ব জুবায়ের আহমেদ।
বক্তব্য করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন মাওলানা হুমায়ুন কবির।
এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সহ-শিক্ষা সম্পাদক রাহিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রবিউল জামান সানি, সাংস্কৃতিক সম্পাদক শাবাজ মিয়া, সহ-প্রচার সম্পাদক শামসুন্নুর, সিনিয়র সদস্য সুমন আহমদ, সিনিয়র সদস্য সোহেল, কার্যনির্বাহী সদস্য সাহেদ চৌধুরী, সদস্য আল আমিন, নাদিম, শাহান, শামিম, আলিনুর, সুমন, রাহি, নাছির, শাহ রাইসুল হুদা মেহেদী প্রমুখ।