শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভ্যানচালক, দিনমজুর, রিকশাচালকসহ নানা পেশার হাজারো শ্রমজীবী মানুষ উপস্থিত হন। ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার দাবিতে সমাবেশস্থলটি রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।
সমাবেশে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল।
কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রধান আলোচকের বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ও জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাষ্টার, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রায় শ্রমিক শ্রেণিই সবচেয়ে বড় শক্তি। তাই তাঁদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই। প্রধান আলোচক আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রমিকবান্ধব নীতিমালা, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরেন।
সমাবেশে অংশ নেওয়া শ্রমিকদের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের সাদা টি-শার্ট এবং হাতে দাবি-সংবলিত ব্যানার–প্ল্যাকার্ড পুরো মাঠজুড়ে এক ঐক্যবদ্ধ আবহ তৈরি করে।
আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরিশেষে দেশ ও শ্রমিকসমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102