
মোঃ নুর ইসলাম মৃধা
ভূমিকা: জীবন এক দীর্ঘ দৌড়ের নাম। এ দৌড়ে কখনো আমরা ছুটে চলি উন্মত্ত গতিতে, আবার কখনো থেমে পড়ি ক্লান্ত হয়ে। কিন্তু যতক্ষণ নিজের পায়ে শক্তি আছে, ততক্ষণ দৌড়ানোই শ্রেয়। শক্তি কমে এলে হাঁটা চলুক, কিন্তু অন্যের পা ধরে চলার চিন্তা যেন কখনো মাথায় না আসে।
নিজের শক্তিতেই এগিয়ে চলা: মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার আত্মবিশ্বাস। যতক্ষণ নিজের ওপর আস্থা থাকে, পৃথিবীর কোনো প্রতিকূলতা তাকে ভাঙতে পারে না। নিজের পায়ে ভর করে চলার মধ্যে আছে এক অদম্য সাহস, এক অম্লান গৌরব।
অন্যের কাঁধে ভর দিয়ে ওঠা যত সহজ, ততটাই ক্ষণস্থায়ী। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এক পা এক পা করে এগিয়ে যাওয়া—এটাই আসল বিজয়।
ক্লান্তি আসবে, কিন্তু থামা নয়: প্রত্যেক পথিকই ক্লান্ত হয়। জীবনের কঠিন পথেও ক্লান্তি আসবে—তবুও চলতে হবে।
দৌড়ানোর শক্তি যখন কমে যায়, তখন থেমে না গিয়ে ধীরে হাঁটা শেখা দরকার। কারণ, গতি নয়—গন্তব্যই আসল।
কেউ হয়তো এক লাফে পৌঁছে যায়, আর কেউ পৌঁছে ধীরে ধীরে। কিন্তু পৌঁছায়—এটাই বড় কথা।
অন্যের ওপর নির্ভরশীলতার অভিশাপ: অন্যের সাহায্য গ্রহণ করা দুর্বলতা নয়, কিন্তু তার ওপর নির্ভরশীল হয়ে পড়া এক প্রকার আত্মসমর্পণ।
যে অন্যের পা ধরে চলতে শেখে, সে একদিন নিজের পায়ের জোর ভুলে যায়।
অন্যের করুণা নয়—নিজের যোগ্যতা, নিজের দৃঢ়তা—এই দুটোই জীবনের প্রকৃত ভরসা।
শেষকথা: যতক্ষণ নিজের পায়ে শক্তি আছে, দৌড়ান।
শক্তি কমে এলে হাঁটুন।
কিন্তু কখনোই অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না।
কারণ, নিজের পায়ের শক্তিই আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে।
লেখক পরিচিতি:
মোঃ নুর ইসলাম মৃধা
(এম এ, এলএলবি, এলএইচএমপি)
চিন্তাশীল কলাম লেখক ও সামাজিক বিশ্লেষক।