শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় জামায়াতের ভোটার সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারকোট ইউনিয়ন শাখার ঝিনাইখালী ওয়ার্ড কর্তৃক আয়োজিত “ভোটার সমাবেশ-২০২৫” ১৪ নভেম্বর বিকাল ৪টায় ঝিনাইখালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, খুলনা-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আশরাফ আলী, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা
জনাব মোঃ আল-আমিন গোলদার, সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খুলনা জেলা
জনাব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস, সেক্রেটারি, জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা মাওলানা মোঃ হুমায়ুন কবীর, শুরা ও কর্মপরিষদ সদস্য, বটিয়াঘাটা উপজেলা
মাওলানা মোঃ আব্দুর রহিম, শুরা ও কর্মপরিষদ সদস্য, বটিয়াঘাটা উপজেলা
মাওলানা মোঃ আরিফ বিল্লাহ, শুরা ও কর্মপরিষদ সদস্য, বটিয়াঘাটা উপজেলা
মাওলানা মোঃ নাজমুল হাসান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন
মোঃ নাঈম মোল্লা, সভাপতি, জামায়াতে ইসলামী ভান্ডারকোট ইউনিয়ন
মোঃ সালাহউদ্দিন আহমেদ, সভাপতি, ৭নং আমিরপুর ইউনিয়ন সৈয়দ নাতেক আলী, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বটিয়াঘাটা থানা
সমাবেশের সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জলিল মোল্লা, সভাপতি, জামায়াতে ইসলামী ঝিনাইখালী ওয়ার্ড শাখা।সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ ইকরামুল হক, সেক্রেটারি, ৫নং ভান্ডারকোট ইউনিয়ন।সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন—
আলহাজ্ব আজিজুর রহমান, সভাপতি, ঝিনাইখালী কেন্দ্রীয় জামে মসজিদ;
মোঃ নাদিম উদ্দিন, সহ-সভাপতি, ৮নং ওয়ার্ড;
হাফেজ মোঃ মহসিন শেখ, সেক্রেটারি, ৮নং ওয়ার্ড।
সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নিজেদের বক্তব্যে তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান। বক্তাদের দাবি, জনগণ সমর্থন দিলে বটিয়াঘাটা–দাকোপ এলাকায় রাস্তা, ব্রিজ, কালভার্ট, খেয়াঘাটসহ স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের কাছে সরাসরি জবাবদিহি করবেন এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন।সমাবেশ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102