
হেমন্তের ছবি আঁকা
হেমন্ত কালে চারিদিকে যেন সোনালী পাকা ধান,
কৃষক কৃষাণীরা মানের সুখে, গায় হেমন্তের গান।
কাস্তে হাতে চলছে কৃষক, দল বেঁধে সব মাঠে,
সারি বেধে সব এক সাথে পাকা পাকা ধান কাটে।
শান্তির বাণী নিয়ে আসে, শালিক পাখি ঝাঁকে ঝাঁকে,
গায়ের বধুরা হেমন্তকালে সারাদিন মান ব্যস্ত থাকে।
হেমন্তকালে নতুন ধানে নবান্নের উৎসব আসে,
খোকা খুকুরা নাচে গায় আর আনন্দেতে হাসে।
হেমন্তকালে চারিদিকে সব কুয়াশা চাদরে ঢাকা,
খেজুর রসের হাঁড়ি গুলো সব হেমন্তের ছবি আঁকা।
নিরব ভালোবাসা
নিরব থাকে চুপটি করে,
করে না কোন আশা।
দুর থেকে দেয় যেন শুধু,
নিরব ভালোবাসা।
এইতো চাওয়া এইতো পাওয়া,
বেশি কিছু নয়।
দুর থেকে যে ভালোবাসা,
পরম পাওয়া হয়।
চায় না কিছু, পায় না কিছু,
করে না তো আবদার।
দুর থেকে দেয় ভালোবাসা,
হৃদয়ে যত আছে তার।
আমি তোমাদের ভুলবো না তো,
তোমরা নয়ন মণি।
তোমরা আমার শক্তি সাহস,
আশি তাহা জানি।
তাই তো আমি তোমাদর কাছে,
করি অনেক আশা।
তোমরা দেও দুর থেকে আমায়,
নিরব ভালোবাসা।
হেমন্তের ছবি আঁকে
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।