
কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
জীবনটা খানিকের, স্বপ্নের, সুখ-দুঃখ হাসি আনন্দের, সুন্দর ভাবে বেঁচে থাকার লড়াই বা যুদ্ধের! এই ছোট্ট জীবনে নিত্য নতুন খেলায় জড়িয়ে পড়ি আমরা।
জীবনের এই খেলাঘরে, খুঁজে থাকি ভরসা, বিশ্বাস, মায়া-মমতা, শ্রদ্ধা, সম্মান, স্নেহ-ভালোবাসা। মানুষ মাত্রই এ চাওয়া।
যদিও মানব জীবনে সকল চাওয়া পূরণ হয় না!
সাধারণ মানুষের জীবনে পরম চাওয়া শান্তিপূর্ণ সুন্দর নিরাপদ জীবন! গত পঞ্চাশ বছরে ছিল এর অভাব বিরাজমান! আতঙ্কে ভরা এ জীবন!
প্রায় চার হাজার শহীদের জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা! আমরা যেন কখনো ভুলে না যায়।
শহীদ ও পঙ্গু পরিবারের আর্তনাদ!
বড় বড় উচ্চবাচ্য! বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
কিছু মানুষ আসন পাওয়া নিয়ে ব্যস্ত, নীতিগত দৃষ্টিকোণ,মূল্যবোধ ও নৈতিক চরিত্রের অভাব! যা সত্যিই দুঃখজনক!