এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে রওশন আরা কলেজ অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ, বাগেরহাট জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা বেগম, এবং অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। কর্মশালায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রশাসনিক কাঠামোর সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সক্ষমতা জোরদারে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য, ধৈর্য ও কৌশলগত ভূমিকা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
কর্মশালায় নেতাকর্মীরা ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।