আল আমিন হাসান রাব্বি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তরুণ সমাজকর্মী মোঃ শাহিনুর রহমান সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “দ্বীপশিখা পদক ২০২৫”।
গত ১৪ নভেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটরে বিশ্ববাংলা সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সমাজকল্যাণ, মানবসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে তাঁর নিরন্তর প্রচেষ্টাকে উচ্চমূল্যায়ন করেই এই পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন অনন্ত মৈত্রী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তারিক মনজুর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে তাঁর অবিচল নিবেদন বিভিন্ন স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মোঃ শাহিনুর রহমান বলেন—
“এই পদক শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো জগন্নাথপুরবাসীর সম্মান। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের প্রধান অঙ্গীকার।”