শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:
প্রকৃত অর্থে দেশের উন্নতি করতে হলে সৎ নিষ্ঠাবান দেশপ্রেমীক জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের দেওয়া আমানতের খেয়ানত হবেনা। স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছেন তাঁরা নাম মাত্র উন্নয়ন করেছেন, কিন্তু এসব উন্নয়নের আড়ালে ছিলো সীমাহীন দুর্নীতি আর লুটপাট। সর্বত্র দলীয় করণের কারণে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে দেশের উন্নতি বাঁধাগ্রস্থ হবেনা। ইনশাল্লাহ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে। সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর উপজেলার পৌরসভার হবিবপুর গ্রামে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান এর সমর্থনে শনিবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আমরু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, পৌরসভার পেশাজীবি শাখার সহ-সভাপতি আশরাফ হোসেন এনাম, ৪নং ওয়ার্ড জামায়াতের কর্মী কাওসার আহমদ, আরফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠিত উঠান বৈঠকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন দল থেকে অর্ধশত মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবির নেতৃবৃন্দ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।