
শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওর এলাকার মানুষের দীর্ঘদিনের বৈষম্য ঘোচাতে এবং কর্মসংস্থান ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রয়োজন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “হাওরের মানুষের বঞ্চনা দূর করা, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই হাওরাঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”
আনিসুল হক আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই তার রাজনৈতিক দর্শনের কেন্দ্র। তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে আধুনিক এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ৫-নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬-নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার যৌথভাবে সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন দুই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদার।
উঠান বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।